মার্কিন ধনকুবের ও বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ২০২৫ সালের এপ্রিলে ঢাকায় আসতে পারেন। মূলত, ওই সময় বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে স্পেসএক্স ও টেসলার সিইওর।
জানা গেছে, ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি ঢাকায় এসেছিলেন, যা তার আসার সম্ভাবনা আরও দৃঢ় করেছে। এই খবর ইতোমধ্যেই সরকারের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ সম্মেলনের মূল আয়োজক। এটি দেশের ৫৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ সম্মেলন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সম্মেলনটি এপ্রিলের প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা চলছে এবং প্রস্তাবিত তারিখ ও অতিথি তালিকা চূড়ান্ত করার কাজ এগিয়ে যাচ্ছে।
ঢাকা সম্মেলনে আমন্ত্রণ জানানোর লক্ষ্যে তালিকায় রয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাদের উপস্থিতি নিশ্চিত করতে বিডা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে।
ইলন মাস্ক সম্প্রতি ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক অর্জন করে ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে নতুন নজির স্থাপন করেছেন। তার কোম্পানি টেসলা ও স্পেসএক্সের দ্রুত অগ্রগতি তাকে বিশ্বের শীর্ষ ধনীর আসনে প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশের এই সম্মেলন শুধু বিনিয়োগ আকর্ষণের জন্যই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির সাথে গভীর সংযোগ স্থাপনের এক বিশেষ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের আশা, ইলন মাস্কের মতো বৈশ্বিক উদ্যোক্তাদের উপস্থিতি এ দেশের বিনিয়োগ সম্ভাবনা উন্মোচনে নতুন অধ্যায় রচনা করবে।
এটি শুধু একটি সম্মেলন নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে উঠতে পারে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post