যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
রোববার দুপুরে যশোর জেলা, সদর উপজেলা, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার এসব নেতাকর্মী আদালতে হাজির হন। তবে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো শীর্ষ নেতা ছিলেন না।
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়, যার প্রেক্ষিতে এই আত্মসমর্পণ। আদালতের চত্বরে আত্মসমর্পণকারীরা শেখ হাসিনার নামে শ্লোগান দিয়ে নিজেদের সমর্থন প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post