ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বেঙ্গালুরুর রাজ্যের আইন-শৃঙ্খলা বাহিনী সম্প্রতি ১৫৯ বাংলাদেশি এবং ২৪ পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত পাকিস্তানিরা সবাই বেঙ্গালুরুতে বসবাস করছিলেন, আর বাংলাদেশিদের বেশিরভাগই বেঙ্গালুরু শহর থেকে আটক করা হয়েছে, জানিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা। পাশাপাশি, নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসকারী ১৭৫ বাংলাদেশি শনাক্ত করেছে পুলিশ।
এই সব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বা বসবাস করছেন, তাদের কাছে বৈধ কাগজপত্র নেই। এছাড়াও, সন্ত্রাসবাদ, অপরাধমূলক কার্যকলাপ, এবং জাল নথি ব্যবহারের সাথে সংশ্লিষ্টতার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, অবৈধ অভিবাসন ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের পরিস্থিতি বিবেচনায়, এই ধরনের গ্রেপ্তার অভিযান নিরাপত্তা উদ্বেগের কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বেশ কিছু ক্ষেত্রে, বিদেশি নাগরিকরা জাল পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড ব্যবহার করে ভারতীয় পরিচয় নিয়ে অপরাধে জড়িত হতে দেখা গেছে। এই ধরনের জালিয়াতি ধরা পড়লে, তাদের গ্রেপ্তার করা হয়।
এই অভিযানগুলোর মধ্যে চুরি, ডাকাতি এবং মানবপাচারের মতো অপরাধের অভিযোগও রয়েছে। সম্প্রতি, নয়াদিল্লিতে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের উদ্দেশ্য হলো বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বিদেশি নাগরিকদের আটক করা এবং তাদের পুনরায় দেশে ফেরত পাঠানো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post