এখন থেকে সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবেন সচিবালয়ে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকরা এবং তাদের পরিবারের সদস্যরা। এছাড়া, ব্যক্তিগত গাড়ির ফিটনেস ও স্বাস্থ্য সেবাও পাবেন তারা সচিবালয়ের মধ্যেই।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট দফতরগুলোকে চিঠি পাঠিয়েছে। গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে সাংবাদিকরা আলোচনা করেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সাংবাদিকদের জন্যও এসব সেবা প্রদান করার সিদ্ধান্ত হয়।
চিঠির মাধ্যমে, জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এর ফলে সচিবালয়ের কর্মরত সাংবাদিকরা এক জায়গায় পাসপোর্ট, গাড়ির ফিটনেস এবং স্বাস্থ্য সেবা পেতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের কর্মসংস্থান আরো সহজ এবং সুবিধাজনক হয়ে উঠবে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post