ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের হামলায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত শনিবার (২১ ডিসেম্বর) হামাস দাবি করেছে যে, তারা গাজা উপত্যকার উপকূলীয় স্লিভারের মধ্যে খুব কাছ থেকে এই হামলা চালিয়েছে।
মেহের নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের পরিচালিত একটি অভিযানে কমপক্ষে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হন। উল্লেখযোগ্য, ইসরায়েলি সরকার গত ১৫ মাস ধরে গাজার ওপর ব্যাপক হামলা চালিয়ে আসছে, যা আন্তর্জাতিক মহলে গণহত্যার অভিযোগের সৃষ্টি করেছে।
হামাসের সামরিক শাখা, আল-কাসাম ব্রিগেডস, এক বিবৃতিতে জানায়, “একটি সুনির্দিষ্ট অভিযানে, আমাদের যোদ্ধারা তিনজন ইসরায়েলি সৈন্যকে ছুরি দিয়ে হত্যা করেন এবং তাদের ব্যক্তিগত অস্ত্রও জব্দ করা হয়।
এরপর, তারা একটি বাড়িতে হামলা চালায়, যেখানে পদাতিক বাহিনী অবস্থান করছিল। ওই বাড়ির গেটের কাছে আরো দুই ইসরায়েলি সৈন্য নিহত হন। পরবর্তীতে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পের মধ্যবর্তী খালি জায়গায় তাদের সঙ্গে সংঘর্ষ হয়।”
হামাস নিহত সেনাদের নাম বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এই দাবি সম্পর্কে এখন পর্যন্ত ইসরায়েল সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post