ওমানে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য পাঁচ ও দশ বছরের রেসিডেন্স পারমিট অর্থাৎ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওমান। নতুন এই আইনটি আগামী সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে প্রবাসী বিনিয়োগকারীরা দুবাইর ন্যায় ৫ বছর থেকে ১০ বছর মেয়াদী ভিসা পাবেন ওমানের।
নতুন এই বিনিয়োগ রেসিডেন্সি প্রোগ্রামের অন্তর্ভুক্ত থাকবে দেশটির শিল্প, পর্যটন, খনন, রসদ, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তির (আইটি) মতো ক্ষেত্রগুলো। ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নে নতুন এই প্রকল্প গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার (২৪-জুন) এই সিদ্ধান্ত নেয় ওমানের মন্ত্রী পরিষদ।
দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী কায়স মোহাম্মদ আল ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগের সুযোগ সুবিধা, চাকরি সুযোগ তৈরি ও প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য নতুন এই সিদ্ধান্ত নেয় মন্ত্রী পরিষদ। বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান তৈরি, দেশের বাণিজ্য খাতকে আরো উন্নয়ন এবং শিল্প ও ব্যবসায়ী খাতকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ওমান। এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা এবং দেশের সমষ্টি অর্থনীতির মান বাড়ানো সম্ভব বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post