ওমানে বর্তমান করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং ভীতিকর অবস্থায় রয়েছে। স্বাস্থ্যখাত প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম। এমতাবস্থায় গোটা দেশে কারফিউ জারী নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। বৃহস্পতিবার (২৪-জুন) দেশটির করোনা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কমিটির বৈঠকে এইসব কথা বলেন ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ মোহাম্মাদ আল সাঈদি।
এ সময় এয়ারপোর্ট বন্ধের ব্যাপারে তিনি বলেন, “ওমানে করোনা পরিস্থিতি ভীতিকর হলেও আপাতত এয়ারপোর্ট বন্ধের কোনো পরিকল্পনা নেই। মন্ত্রী আরো বলেন, ইতিপূর্বে ভ্যাকসিন গ্রহণে মানুষের অনীহার ফলে বর্তমান সময়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ জানান তিনি। বৈঠকে ওমানে টিকার বিরুদ্ধে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ও হুশিয়ারি দেন আল সাঈদি।
মন্ত্রী আরো বলেন, “আমি ওমানে পুরোপুরি কারফিউ জারী করা হবেনা, এমন কথা বলবোনা। এটি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এ সময় দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কমিটির সদস্য বলেন, ওমান ও ভারতের সাথে শুধুমাত্র ফ্লাইট চালু রয়েছে ভারত থেকে ওমানি নাগরিকদের ফিরিয়ে আনতে। একইসাথে স্বাস্থ্যকর্মী ও পণ্য পরিবহনের জন্য এবং ওমান থেকে ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পৌঁছানোর সুবিধার্থে সীমাবদ্ধ।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার (২৪-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৬ জন এবং মৃতের সংখ্যা ৩২ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১৬১ জন এবং মৃতের সংখ্যা কমেছে ২ জন। ওমানে করোনা মহামারী শুরুর পর থেকে বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপদজনক বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৪২ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭৭ জন। নতুন ৩২ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮৪৮ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৮৭.৩ শতাংশে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮৯ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৬৪ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post