ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
শনিবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানার নাগরিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনার বলেন, “ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। প্যাডেলচালিত রিকশার তুলনায় ব্যাটারিচালিত রিকশার আকার বড় এবং এগুলোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে সড়কজুড়ে যানজট আরও বাড়বে, যা নগরবাসীর চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”
তিনি বলেন, “ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া বৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে হবে। পাশাপাশি এগুলো লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে। কারণ জনগণের করের টাকায় নির্মিত রাস্তা ব্যবহার করা হলেও ট্যাক্স না দেয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।”
ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকার বেশিরভাগ সড়ক অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। যত্রতত্র স্থাপনা নির্মাণ, রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখা, এবং রাজনৈতিক ও ধর্মীয় দলের মিটিং-মিছিল ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আহ্বান জানান, “মিটিং-মিছিল রাস্তার পরিবর্তে বদ্ধ জায়গায় আয়োজন করা উচিত। কারণ, একটি সড়ক এক ঘণ্টা বন্ধ থাকলে এর প্রভাব কাটাতে সাত-আট ঘণ্টা লেগে যায়। পাশাপাশি নির্মাণসামগ্রী রাস্তায় না রেখে সতর্ক থাকার অনুরোধ করছি।”
মতবিনিময় সভায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম স্বাগত বক্তব্য দেন। সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদার, হাসান মো. শওকত আলী, এবং মো. মাসুদ করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
নগরীর উন্নয়নে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ট্রাফিক শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post