রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, সিরিয়ায় ৯ বছরের রুশ সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। তবে সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুতিন জানান, রাশিয়ার অনুপস্থিতিতে ইসরায়েল সেখানে শক্তিশালী অবস্থান তৈরি করছে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মস্কোতে এক সংবাদ সম্মেলনে সিরিয়া সংকট নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি উল্লেখ করেন যে সিরিয়ার মিত্র বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়া দামেস্কে নতুন শাসকদের কাছে নিজেদের বিমান ও নৌঘাঁটি রাখার প্রস্তাব দিয়েছে।
পুতিন জানান, সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোয় পালিয়ে আসার পর এখনো তার সঙ্গে দেখা হয়নি। তবে শিগগিরই সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৫ সাল থেকে রাশিয়ার হস্তক্ষেপ দেশটিকে সন্ত্রাসবাদের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করেছে।
তিনি আরও বলেন, ইসরায়েল সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। আসাদ সরকারের পতনের পরপরই গোলান হাইটসের ইসরায়েল-অধিকৃত অংশের কাছে বাফার জোনে সেনা মোতায়েন করে এবং সিরীয় সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে বিমান হামলা চালায়। পুতিন অভিযোগ করেন, ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে ২৫ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট জানান, তার দেশ সিরিয়ার ভূখণ্ড দখলের নিন্দা জানায় এবং আশা করে, ইসরায়েল শিগগিরই সিরিয়া ছাড়বে। তবে তিনি মনে করেন, ইসরায়েল সেখানে তাদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে।
তুরস্ক প্রসঙ্গে পুতিন বলেন, তুরস্কও তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় হস্তক্ষেপ করছে। এ নিয়ে অনেক সমস্যা থাকলেও তিনি আন্তর্জাতিক আইন ও সব দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
সিরিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে পুতিনের বক্তব্য ইঙ্গিত করে যে, রাশিয়া নিজেদের সামরিক ও কূটনৈতিক অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে। তবে সিরিয়ার মাটিতে ইসরায়েল ও তুরস্কের কার্যক্রম নিয়ে তার উদ্বেগ রুশ প্রভাবের সীমাবদ্ধতা তুলে ধরে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post