সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, কিশোরগঞ্জের আলোচিত ৩০ কিলোমিটার দীর্ঘ ‘অলওয়েদার সড়ক’ ভাঙার কোনো পরিকল্পনা নেই।
তবে বন্যা মোকাবিলায় হাওরের নদীগুলো ড্রেজিং করা হবে, যাতে নদীতে জমে থাকা পলি পরিষ্কার করা যায় এবং পানি প্রবাহের বাধা দূর হয়।
শনিবার কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন শেষে ইটনা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, ‘‘অলওয়েদার সড়ক নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছিল, তাই আমি সড়কটি পরিদর্শনে এসেছি। সড়কটি সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন আমাদের লক্ষ্য হলো যেসব সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলো সমাধান করা।’’ তিনি আরও বলেন, ‘‘বন্যার দীর্ঘায়িত হওয়ার কারণ হিসেবে নদীগুলোর ড্রেজিং না হওয়ার বিষয়টি উঠে এসেছে। পলি জমে নদীর প্রবাহ ব্যাহত হচ্ছে, এবং এর জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
তিনি আরো জানান, ‘‘অলওয়েদার সড়কের কারণে জমিতে বালি আসছে এবং আগাছা বৃদ্ধি পাচ্ছে, এই সমস্যা সমাধানে কৃষি সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়, তা খতিয়ে দেখা হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post