মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। যত দিন যাচ্ছে দেশটিতে ততই ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। ভারতীয় ধরনে ব্যাপক তান্ডব চালাচ্ছে গোটা ওমানে। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনকহারে। এরিমধ্যে দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।
বুধবার (২৩-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭ জন এবং মৃতের সংখ্যা ৩৪ জন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ১০ জন। তবে মৃতের সংখ্যা কমেছে ৭ জন। বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৬৫৬ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩৪৪ জন। নতুন ৩৪ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮১৬ জন।
বর্তমানে দেশটির সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৮৭.৩ শতাংশে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২০৩ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৪৫ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৫৩১ জন। এদিকে বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ৫৪ দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে আজ এবং শনাক্ত ছাড়িয়েছে সাড়ে ৫ হাজার। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন।
তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post