ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের মূল কারণ ও রহস্য তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করার কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে কি না, তা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, এবং কেন্দ্রীয় নেতা মুফতি মোস্তফা কামাল।
মাওলানা মাদানী বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের ওপর আঘাতের উদ্দেশ্যে ঘটানো হয়েছে কিনা, তা জনগণ জানতে চায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “জনপ্রিয় ইসলামি সঙ্গীতশিল্পী ও বক্তা আবু সাঈদের ওপর হামলা এবং অপহরণের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
মাওলানা মাদানী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জাতির স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post