মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ৮ বাংলাদেশিসহ ৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। যাদের মধ্যে ৬৭ জন অবৈধ প্রবাসী রয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুরের মেট্রো পারদানা বারাত রোডের একটি নাইট ক্লাবে এই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।
কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের পর ৩৬ জন কর্মকর্তা ও কর্মী নিয়ে এই অভিযান চালানো হয়। যেখানে প্রথমে ১৬৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৭০ জনকে আটক করা হয়।
আটককৃত অভিবাসীরা বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিজিট পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বাইরে অবস্থানসহ অভিবাসন সংক্রান্ত অপরাধ করেছেন এবং সেটি প্রমাণিত হয়েছে বলে জানান ওয়ান ইউসুফ।
আটকদের মধ্যে ৮ বাংলাদেশি ছাড়াও থাইল্যান্ডের ৪৬, ভিয়েতনামের ৪, লাওসের ৫, মিয়ানমারের ২ এবং একজন করে চীন ও ভারতীয় নাগরিক এবং তিনজন স্থানীয় নিয়োগকর্তাও রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post