ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা ১৮ লাখ বলে জানা গেছে। এরমধ্যে বাংলাদেশি আছেন ৬ লাখ ৫৬ হাজার, ভারতের ৫ লাখ আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার।
এই তিন দেশের শ্রমিকরাই দেশটিতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন। ফলে ওমান নতুন করে শ্রমিকদের আর সুযোগ দিবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
ওমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের ১ বছর পার হয়েছে। কূটনৈতিক নানা আলোচনার পরেও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন ওমানে যেতে ইচ্ছুক কর্মীরা।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। কারণ ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশের শ্রমবাজার স্থিতিশীল করা।
এর পাশাপাশি সকলক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা। এলক্ষ্যে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমান সরকার।
রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গত একবছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা ১ দশমিক ২ শতাংশ কমেছে।
আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা। শতকরা হিসেবে যা সাড়ে ৯ শতাংশ। ভারতীয় কমেছে ৫ শতাংশ। এই দুই দেশের প্রবাসীরাই ওমানে সর্বাধিক।
শ্রমবাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান। এজন্য ইতোমধ্যেই নাপিত, দর্জিসহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে ওমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post