মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র মাস রমজানের আগমন নিয়ে প্রস্তুতি এবং প্রত্যাশা ইতোমধ্যে শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
আরবি হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের পর শুরু হয় রমজান। সেই হিসাব অনুযায়ী, পবিত্র রমজানের আগমন এখন থেকে প্রায় ৭০ দিন পর।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী বছরের ১ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে। এর আগে, ২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই সময় হিজরি রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে।
গালফ নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, চাঁদ দেখা সাপেক্ষে রমজানের তারিখ নির্ধারিত হবে, তবে সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১ মার্চ।
বাংলাদেশের ক্ষেত্রে, সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের একদিন পর রমজান মাস শুরু হয়। সেই হিসেবে, বাংলাদেশে ২০২৫ সালের ২ মার্চ রমজানের প্রথম দিন হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এটি নিশ্চিত করা হবে।
রমজান মাস মুসলিম জীবনে আধ্যাত্মিক উন্নয়ন ও আত্মশুদ্ধির বিশেষ সময়। এই মাসের আগমন সবসময়ই নিয়ে আসে ভক্তি ও ভালোবাসার এক অনন্য আবহ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post