সিরিয়ার চলমান সংকটের সুযোগ নিতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে বলেন, ইসরায়েল যেন সিরিয়ার পরিস্থিতি থেকে অযাচিত সুবিধা নেওয়ার চেষ্টা না করে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ান টুডে (আরটি)-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিয়াবকভ বলেন, গোলান মালভূমির ওপর ইসরায়েলের দাবি এবং সেখানে বসতি স্থাপনের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও উল্লেখ করেন, সিরিয়া-ইসরায়েল ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই চুক্তির অধীনে গোলান মালভূমিতে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইসরায়েলকে সম্মান করা উচিত।
সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম দামেস্কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন। আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া ও গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনে প্রবেশ করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে তার সরকার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। জাতিসংঘ এবং আরব দেশগুলোর সমালোচনা সত্ত্বেও ইসরায়েলের এই পদক্ষেপ রাশিয়ার কড়া প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, বাফার জোনে একটি নতুন ‘নিরাপত্তা এলাকা’ গঠন করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যক্রম ও ভারী অস্ত্র থেকে মুক্ত থাকবে। যদিও ইসরায়েল দাবি করছে, আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের চুক্তি কার্যকর নেই।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ এ বিষয়ে স্পষ্টভাবে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একতরফা সিদ্ধান্ত নিলে তার ফলাফল ভালো হবে না। তিনি ইসরায়েলের নীতিনির্ধারকদের সতর্ক করে দেন, তারা যেন সংকটময় এ পরিস্থিতিতে ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকি না নেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post