যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলকে টিকটক নিষিদ্ধ করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভস কমিটির সদস্যরা অ্যাপলের সিইও টিম কুক এবং গুগলের সিইও সুন্দর পিচাইকে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, আসন্ন নিষেধাজ্ঞা কার্যকরের জন্য তাদের কোম্পানিগুলোকে প্রস্তুত থাকতে হবে।
টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময়ের মধ্যে অ্যাপল ও গুগলকে তাদের অ্যাপ স্টোর নীতিমালা আপডেট করে আইন মেনে চলার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনের মাধ্যমে চূড়ান্ত হয়েছে।
এই আইন অনুযায়ী, যদি টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স নির্ধারিত সময়ের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রির উপযুক্ত পদক্ষেপ না নেয়, তবে অ্যাপটি পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
নিষেধাজ্ঞা কার্যকরের আগে টিকটক তাদের ব্যবসা রক্ষার জন্য শেষ আইনি লড়াই শুরু করেছে। তারা গত সোমবার একটি ফেডারেল আদালতে আইনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬ ডিসেম্বরের মধ্যে আদালতের সিদ্ধান্ত দাবি করে তারা। তবে গত শুক্রবার আদালত টিকটক এবং বাইটড্যান্সের এই আবেদন নাকচ করে দিয়েছে।
টিকটকের বিরুদ্ধে অভিযোগ, এটি চীনের সঙ্গে সংযুক্ত থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজরদারি চালাতে পারে। এর আগে, চলতি বছরের শুরুর দিকে মার্কিন কর্মকর্তারা একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। আইন প্রণেতারা টিকটকের সিইও শৌ জি চিউকে জানান, প্ল্যাটফর্ম বিক্রির জন্য তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং টিকটকের মার্কিন ব্যবহারকারীদের চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে কংগ্রেস পদক্ষেপ নিচ্ছে।
টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত মার্কিন প্রযুক্তি শিল্প এবং ব্যবহারকারীদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে চীনা মালিকানাধীন কোম্পানিটি এ নিষেধাজ্ঞা ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post