অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য। এই ঐকমত্য অর্জনের জন্য কীভাবে প্রক্রিয়া চলবে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এখন প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। কমিশনের দায়িত্ব হবে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে, সেগুলো চিহ্নিত করে সুপারিশ প্রস্তাব করা। আমি নিজে এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবো, এবং অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ড. ইউনূস এসব তথ্য জানান। তিনি আরও বলেন, প্রধান ছয়টি সংস্কারের বিষয়ে কমিশনের প্রতিবেদন হাতে পেলেই, আগামী মাস থেকেই জাতীয় ঐকমত্য কমিশন কার্যক্রম শুরু করতে পারবে বলে তিনি আশা করছেন।
একমত সৃষ্টি করার জন্য কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন আয়োজনের জন্য জরুরি সকল বিষয়ে ঐকমত্য গঠন করা এবং নির্বাচনের সময়সূচী নির্ধারণে পরামর্শ চূড়ান্ত করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post