ইতালির ২০২৫ সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, নির্ধারিত কোটার ৭৩ শতাংশ ফাঁকা রয়েছে, যা এ ধরনের ভিসার ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল।
বিশেষজ্ঞদের মতে, আবেদন যাচাই-বাছাইয়ে অতিরিক্ত কঠোরতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আবেদনকারীদের নানাবিধ কাগজপত্র যাচাইয়ের জটিলতায় অনেকে ফরম জমা দিতে পারেননি।
প্রবাসী বাংলাদেশিরা এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্যে, আবেদন কম হওয়ায় বাংলাদেশি নাগরিকদের স্পন্সর ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অনেকে মনে করেন, কম প্রতিযোগিতার কারণে বাংলাদেশিদের জন্য এই পরিস্থিতি একটি সুযোগ হয়ে উঠতে পারে।
প্রতিবছর স্পন্সর ভিসার জন্য কোটার চেয়ে বেশি আবেদন জমা পড়ে। কিন্তু ২০২৫ সালের ভিসার ক্ষেত্রে এ বছর সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। ১ লাখ ৮০ হাজার ৭২৩টি ভিসার কোটার বিপরীতে মাত্র ২৭ শতাংশ ফরম জমা পড়েছে।
২০২৪ সালের পহেলা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। এর ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোর যাচাই-বাছাই নীতিতে পরিবর্তন না হলে ভবিষ্যতে এমন সংকট আরও প্রকট হতে পারে। তবে কম আবেদনকারীর এই পরিস্থিতি নিয়ে ইতালির অভ্যন্তরীণ বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post