বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় তাকে আন্তর্জাতিক ও বিদেশি লিগের বোলিং থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব আপাতত কেবল ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন।
১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে অসংখ্য রেকর্ড গড়েছেন। তবে তার বাঁহাতি স্পিন বোলিংই তাকে ক্রিকেটবিশ্বে বিশেষ মর্যাদায় নিয়ে গেছে।
সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সামারসেটের বিপক্ষে ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরবর্তী সময়ে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় তার বোলিংয়ে ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁক প্রমাণিত হয়, যা আইসিসির নিয়মবহির্ভূত।
বিসিবি জানিয়েছে, সাকিব আইসিসির অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পুনর্মূল্যায়নের মাধ্যমে তার বোলিং অ্যাকশন বৈধ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে চেন্নাইয়ের একটি পরীক্ষাগারে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাকিব। শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেন সুপার লিগ শেষে তিনি চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তবে ভারতের ভিসা না পেলে তাকে ইংল্যান্ডেই ফের পরীক্ষা দিতে হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, যেকোনো জাতীয় ক্রিকেট ফেডারেশনের আরোপিত বোলিং নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটসহ অন্যান্য ঘরোয়া লিগেও কার্যকর হবে। ফলে সাকিব পুনরায় বৈধতা অর্জন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিদেশি লিগে বল করতে পারবেন না।
বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এই অলরাউন্ডারের বোলিং নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারে বড় আঘাত। তবে সাকিবের সামর্থ্য ও দৃঢ়তা তাকে নতুন চ্যালেঞ্জ পেরিয়ে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনতে পারে বলে আশাবাদী তার ভক্তরা।
ক্রিকেটের প্রতি তার অবদান এবং নিবেদন ক্রিকেটপ্রেমীদের মনে আজও অটুট। সময়ই বলে দেবে, এই পরিস্থিতি থেকে সাকিব কিভাবে ঘুরে দাঁড়ান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post