পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৩০০ শিক্ষার্থী এই বৃত্তি পাবে। গত বৃহস্পতিবার এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই উদ্যোগ পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হবে। এর আগে পাকিস্তান একই ধরনের বৃত্তি প্রোগ্রাম আফগানিস্তান এবং শ্রীলঙ্কার শিক্ষার্থীদের জন্য চালু করেছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের শিক্ষা সচিব মহিউদ্দিন আহমেদ ওয়ানির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জিয়াউল কাইয়ুম, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।
বৃত্তি কর্মসূচির মূল লক্ষ্য পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। এ কর্মসূচির আওতায় প্রকৌশল, চিকিৎসা, মৌলিক ও প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, তথ্যপ্রযুক্তি, চারুকলা, কৃষি বিজ্ঞান এবং ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন।
পাকিস্তানের শিক্ষা সচিব স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে এই উদ্যোগের ব্যাপক প্রচারের ওপর জোর দেন। তিনি অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোকে সেমিনার, শিক্ষামূলক প্রদর্শনী এবং রোড শো আয়োজনের সুপারিশ করেন। পাশাপাশি, শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সহজ করতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তাবও দেন।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে:
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (NUST)
কমস্যাটস ইউনিভার্সিটি
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস (NUML)
লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (LUMS)
ন্যাশনাল কলেজ অফ আর্টস
পাকিস্তান ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন
আগা খান ইউনিভার্সিটি
এই বৃত্তির আওতায় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া, বৃত্তির সুযোগ আরও বিস্তৃত করতে সম্ভাব্য স্পনসরশিপের সুযোগ খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post