বাংলাদেশের দক্ষিণ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পটপরিবর্তন ঘটেছে। বর্তমানে, রাখাইন রাজ্যের পুরো এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতি সামনে আসার পর, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত মিলেছে।
শুক্রবার ঢাকায় রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এই বিষয়টি উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা সম্পর্কিত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান।
তিনি উল্লেখ করেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী একটি প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সঙ্গে সংলগ্ন পুরো সীমান্ত এখন আরাকান আর্মির দখলে রয়েছে। ১১ ডিসেম্বর মংডু শহরের নিয়ন্ত্রণ আরাকান আর্মি গ্রহণ করার পর, মিয়ানমারের একটি পূর্ণ রাজ্য প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠীর অধীনে চলে যায়।
এরপর, সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই পরিস্থিতিতে, বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়ে আলোচনা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post