দেশের পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে দুই বছর আগে জরিমানা করা উচিত ছিল, মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “চুরি ও দুর্নীতি অনেক দেশেই ঘটে, তবে বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।”
তিনি সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির প্রসঙ্গ তুলে বলেন, “সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।”
অতিরিক্ত, তিনি আরও বলেন, “কর কমানো সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না এবং চাঁদাবাজির সমস্যা অপরিবর্তিত রয়েছে।”
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে সাকিব আল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়, এবং তার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post