ওমান উপকূলে বিশাল আকারের একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। বারকা প্রদেশের আল সুয়াদি এলাকাসংলগ্ন সাগর তীরে তিমির মরদেহটি উদ্ধার করা হয়। এটির দৈর্ঘ্য ১৫ মিটার বা ৪৯ ফুটেরও বেশি।
দেশটির পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক কোনো কারণেই এটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। আরও বিস্তারিত জানার জন্য সংগৃহীত নমুনা সুলতান কাবুস ইউনিভার্সিটির ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
এর আগে তিমিটি উদ্ধার করা হলে দৃশ্যটি দেখতে ঘটনাস্থলে মানুষের ঢল নামে। যদিও বিশেষজ্ঞ টিমকে নির্বিঘ্নে কাজ করতে দিতে সাধারণ মানুষকে এর কাছাকাছি যেতে দেওয়া হয়নি।
পরে প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ শেষ হলে প্রশাসনের সহযোগিতায় সেটিকে মাটি চাপা দেওয়া হয়। উদ্ধার হওয়া তিমিটিকে স্পার্ম হোয়েল বা শুক্রানু তিমি বলে চিহ্নিত করা হয়েছে। যা এই জাতীয় মাছের সবচেয়ে বড় আকৃতির বলে বিবেচিত।
স্পার্ম তিমি দেখা যায় ওমান বা আরব সাগরের গভীরে। মাথায় প্রায় ৩ হাজার ৬০০ কেজি ‘স্পার্মাসেটি’ তেল জমা থাকে এর। এই বিপুল পরিমাণ তেলের উৎস হলো তাদের প্রধান খাদ্য স্কুইড।
সারা দিন সমুদ্রের উপরের স্তরে থাকলেও খাবারের সময় তারা সমুদ্রগভীরের ২ থেকে ৩ কিলোমিটার নিচ পর্যন্ত ঘুরে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post