ওমানে মহামারী করোনা নিয়ন্ত্রণে ব্যাপক হারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭-জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে মাস্কাট প্রদেশে ৪৫ বছর বয়স বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রবাসীরা করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন মাস্কাট প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “মাস্কাটে কনভেনশন সেন্টার এবং আল সাহেল স্বাস্থ্য কেন্দ্রকে করোনা ভ্যাকসিন প্রদানের নতুন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন এই দুটি কেন্দ্র থেকে ৪৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন প্রদান করা হবে। যারা এই ভ্যাকসিন গ্রহণ করতে আগ্রহী, তাদেরকে দ্রুত কেন্দ্রগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।”
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
মহাপরিচালক আরো বলেন, ‘‘ওমান কনভেনশন সেন্টার কেন্দ্রে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা এবং শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। একইসাথে আল সাহেল স্বাস্থ্যকেন্দ্রে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
এ ছাড়াও ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের জন্য আজ থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেছে মন্ত্রণালয়। এখন থেকে স্বাস্থ্যকেন্দ্রে না যেয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে দেশটির নাগরিক ও প্রবাসীরা। অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন: https://covid19.moh.gov.om/#/home
এদিকে ওমানের ইতিহাসে আজ করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে। বৃহস্পতিবার (১৭-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৫ জন এবং মৃতের সংখ্যা ৩৫ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত ১২৭ জন কমলেও মৃত বেড়েছে ৯ জন। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী করোনায় একদিনে এত মৃত আগে দেখেনি ওমান। বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
দেশটির বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই দেখা দিয়েছে আইসিইউ সংকট। ঠাই মিলছেনা করোনা রোগীদের। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭২৩ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৮৮০ জন। নতুন ৩৫ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ৬২৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পূর্বের ন্যায় একের পর এক নতুন বিধি নিষেধ আরোপ করছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post