২০১৮ সালের বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাদপন্থীদের বিচারের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তাবলিগের শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মুসল্লিরা। এসময় সাদপন্থীদের ওপর হামলায় ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সোয়া ১টায় টঙ্গী স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় ১ ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ইজতেমা ময়দান বুঝিয়ে নেওয়ার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে আমরা টঙ্গীতে ফিরছিলাম। এসময় টঙ্গীর স্টেশন রোডে জুবায়েরপন্থীরা আমাদের গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের পাঁচ জনকে আহত করেছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আজ বিকেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এ বিষয়ে বক্তব্য নিতে জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হানকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
জানা যায়, ইজতেমা ময়দানে আজ ভোর থেকেই অবস্থান করে জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে। তারা টঙ্গী ইজতেমা ময়দানের তিন পাশে সড়কে অবস্থান নেয়। বেলা ১টার দিকে তারা স্টেশন রোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
প্রায় এক ঘণ্টা অবরোধের পর প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যায়। এই অবস্থায় আজ বিকেলে কামারপাড়ায় সাদপন্থীদের মসজিদে সংবাদ সম্মেলন ডেকেছে সাদপন্থীরা।
বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাদপন্থীদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের জোড় ইজতেমা শেষ হয়। তবে সাদপন্থীরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেছেন, মহাসড়ক অবরোধ ছিল। এখন নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সজাগ আছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post