করোনার ভয়াবহ তান্ডব চলছে ওমানে। দিনদিন বাড়ছে লাশের মিছিল। আক্রান্ত এবং মৃতে পূর্বের রেকর্ড ভাঙ্গছে প্রতিনিয়ত। এমতাবস্থায় দেশটির করোনা নিয়ন্ত্রণে পূর্বের ন্যায় ফের বিধিনিষেধ আরোপ শুরু করেছে দেশটির সরকার। ইতিমধ্যেই ওমানের টেইলারিং ও সেলুনের জন্য নতুন নির্দেশনা জারী করেছে।
অবশেষে এই বিধিনিষেধের তালিকায় যুক্ত হলো মাস্কাটের সর্ববৃহৎ মাতরাহ মাছের আড়ত। মাস্কাট পৌরসভার নতুন নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে শিশু এবং প্রবীণদের অত্র বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
এ ছাড়াও মাছ, ফলমূল এবং শাক-সবজি কেনাবেচার জন্য মাতরাহ মার্কেটের সকল ক্রেতা ও বিক্রেতাদের নিম্নলিখিত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
১. বাজারে প্রবেশে সকল নাগরিকদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। কোনো নাগরিকের শরীরের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রির বেশি হলে তাকে বাজারে প্রবেশের অনুমতি প্রদান করা হবে না।
২. বাজারের সকল গ্রাহকদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
৩. শিশু এবং বয়স্কদের বাজারে প্রবেশ নিষেধ।
৪. করোনা সংক্রমণ রোধে বাজারের সকল কর্মীদের মাস্ক পরিধান করা ও করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. বিক্রেতাদের সবসময় ডিসপ্লে কাউন্টারগুলি পরিষ্কার রাখতে হবে।
৬. প্রবেশের জন্য কেবল একটি গেট এবং বের হবার জন্য আরেকটি গেট ব্যবহার করতে হবে।
৭. খালি হাতে গ্রাহকরা পণ্য স্পর্শ করতে পারবে না।
৮. বাজারে গ্রাহকদের সংখ্যা ৩০ শতাংশের বেশি হওয়া যাবে না।
৯. বিক্রেতাদের নিরাপদ দূরত্বে পণ্যের ডিসপ্লে সাজাতে হবে।
১০. বাজারে বায়ুচলাচল ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post