মহামারী করোনা নিয়ন্ত্রণে ওমানে ব্যাপকহারে প্রয়োগ করা হচ্ছে ভ্যাকসিন। এতে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে সমানে। তবে আপাতত কিছু ব্যক্তিকে এই ভ্যাকসিন না দিতে অনুরোধ জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১৬-জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে বিভিন্ন সংক্রমণজনিত রোগে এবং জ্বরে আক্রান্ত রোগীরা সুস্থ না হওয়া পর্যন্ত করোনা ভ্যাকসিন প্রদান করা হবেনা।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে অনেক রোগী রয়েছেন যারা বিভিন্ন জ্বর ও সংক্রমণজনিত কারণে চিকিৎসা নিচ্ছেন। এই ধরণের রোগীরা সুস্থ না হওয়া পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেননা। চলতি বছরের মধ্যেই ওমানে শতভাগ করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post