চাকরী প্রত্যাশী ওমানি নাগরিকদের দ্রুত বিভিন্ন খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নতুন জাতীয় প্রোগ্রাম চালু করার অনুমোদন দিয়েছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। মঙ্গলবার (১৫-জুন) দেশটির মন্ত্রীপরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। একইসাথে তিনি নতুন এই প্রোগ্রামটি সঠিকভাবে চালানোর জন্য নির্দেশ প্রদান করেন।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
ওমানের ভিশন ২০৪০-এর গুরুত্বপূর্ণ কর্মসূচীগুলোর মধ্যে অন্যতম জাতীয় কর্মসংস্থান কর্মসূচি। তাই এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে ওমান সরকার। এই প্রোগ্রামটি সরকারের বিভিন্ন সেক্টর এবং বেসরকারি খাতে চাকরি দেওয়ার জন্য টেকসই সমাধান বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সকল সংস্থাকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন মহামান্য সুলতান।
এদিকে, ওমানে প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিটের ফি বৃদ্ধির সিদ্ধান্ত দেশটির ওমানিকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করবেনা বলে মন্তব্য করেছেন ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের একাধিক সদস্য। শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাইদ বিন আলী আল বাওয়াইনের সাথে বৈঠক কালে ওসিসিআই’র সদস্যরা নতুন এই সিদ্ধান্তে ওমানিকরণের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন।
এই সময় মন্ত্রী বলেন, “দেশের শ্রমবাজারকে আরো উন্নত করার লক্ষ্যে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ফি বাড়ানো হয়েছে। এইধরনের নতুন শ্রম নীতি দেশের নিয়োগকারী এবং ব্যবসায়ীদের উন্নয়নে করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, ‘‘শ্রমবাজারের স্থিতিশীলতার দিকে মনোযোগ দিয়ে নতুন ফি বাড়ানোর সিদ্ধান্ত ওমানিকরণে কোনোভাবে প্রভাবিত হবে না। ওমানি নাগরিকদের যে সংস্থাগুলোতে চাকরীর ব্যবস্থা করা হবে, সেই সংস্থায় প্রবাসী কর্মী নিয়োগেরও অনুমতি থাকবে। তাই নতুন ওয়ার্ক পারমিট ফি বৃদ্ধি ওমানিকরণে প্রভাবক নয়।”
এদিকে, ওমানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে টিকিয়ে রাখার জন্য দেশটির সরকার ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আলোকে দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবাসী কর্মী নিয়োগে প্রথম পাঁচ জন প্রবাসী কর্মীর লাইসেন্স প্রাপ্তির জন্য ১০১ ওমানি রিয়াল ফি ধার্য করা হয়েছে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post