মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। দিনদিন বেড়েই চলছে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে একের পর এক নতুন আইন জারী করেও লাগাম টানা যাচ্ছেনা এই মহামারির।
এরইমধ্যে দেশটিতে প্রথমবার কোভিডে আক্রান্ত ৩ জন রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের উপস্থিতি পাওয়া গেছে। করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। গোটা দেশেই নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পূর্বের ন্যায় দেশটিতে ফের শুরু হয়েছে বিধিনিষেধ আরোপ।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
করোনা ভাইরাস প্রতিরোধে ওমানের মাস্কাট প্রদেশে বিউটি পার্লার ও সেলুনের দোকান পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশনা বিউটি পার্লার ও সেলুন মালিকদের অবশ্যই মেনে চলতে হবে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা।
নতুন সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:
১. দোকানে ৫০ শতাংশ গ্রাহক উপস্থিত হতে পারবে।
২. জনাকীর্ণতা এড়াতে দোকানে কর্মী সংখ্যা অর্ধেকে নিয়ে আসতে হবে।
৩. দোকানে ব্যবহৃত চেয়ারগুলির মধ্যে দুই মিটার দূরত্ব রাখতে হবে।
৪. কাপড়ের তোয়ালে ব্যবহার বন্ধ করতে হবে। এর পরিবর্তে টিস্যুপেপার ব্যবহার করতে হবে। এছাড়াও গ্রাহক নিজস্ব উদ্যোগে কোনো তোয়ালে আনলে সেই গ্রাহকের ক্ষেত্রে তোয়ালেটি ব্যবহার করা যাবে।
৫. দোকানে ব্যবহৃত ধাতব সরঞ্জাম নির্দিষ্ট বক্সে রাখতে হবে।
৬. দোকানে ব্যবহৃত সকল সরঞ্জাম এককভাবে ব্যবহার করতে হবে।
৭. নিয়মিত টয়লেটগুলি পরিষ্কার করতে হবে।
৮. মহিলা শ্রমিক এবং ক্লায়েন্টদের মধ্যে খাবার সরবরাহ ও আদান-প্রদান করা যাবে না।
৯. সবসময় ৭০ শতাংশ অ্যালকোহল যুক্ত স্টেরিলাইজার পরিষ্কার করতে হবে।
১০. দরজার হাতল, সিঁড়ি, টিভি এবং এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ ডিভাইস, সার্ভিস চেয়ার, টেবিল, বেসিন, তাক এবং ক্যাবিনেট জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
১১. ব্যবহৃত সকল সরঞ্জাম, ডিভাইসে প্লাস্টিকের কভার ব্যবহার করতে হবে।
১২. কাজ শেষে সকল সরঞ্জাম পরিষ্কার করে রাখতে হবে।
১৩. গ্রাহক ও কর্মীদের মধ্যে কথাবার্তা সীমিত করতে হবে।
সূত্রঃ টাইমস অব ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post