সর্বশেষ

বিমানবন্দরে আটকে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল!

Bangladesh national football team stuck at the airport!

নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ বুধবার দুপুরে ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দুপুর দেড়টার ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার সূচি ছিল দলের। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট জটিলতার কারণে যাত্রা বিলম্বিত হয়েছে। বাংলাদেশ বিমানের নির্ধারিত ফ্লাইট ছয় ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, নেপালগামী দলের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করে বিমান কর্তৃপক্ষ নতুন করে সময় নির্ধারণ করেছে। এর ফলে দলের যাত্রা বিলম্বিত হলেও নির্ধারিত সূচি অনুযায়ী নেপালে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে কোনো সমস্যা হবে না।

বাংলাদেশ দল নেপালে মুখোমুখি হবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। যাত্রার আগেই বাফুফে ফেসবুক পেজে সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে।

ঘোষিত দলে গোলকিপার হিসেবে রয়েছেন সুজন হোসেন, মিতুল মারমা ও পাপ্পু হোসেন। ডিফেন্ডারদের মধ্যে আছেন তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, মেহেদী হাসান ও আবদুল্লাহ ওমর।

মিডফিল্ডার হিসেবে খেলবেন মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, মো. সোহেল রানা ও সোহেল রানা। আর ফরোয়ার্ড লাইনে থাকছেন আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও শাহরিয়ার ইমন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup