সর্বশেষ

প্রথম হলেন তারেক রহমান

The first is tarique rahman

জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটের শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরুষ ও নারীদের ২০০ মিটার দৌড়। দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধারের পর নজর ছিল যুক্তরাজ্য প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমানের দিকে। তবে দৌড় শুরুর কিছুক্ষণের মধ্যেই মাসল পুলের শিকার হয়ে ট্র্যাকেই লুটিয়ে পড়েন তিনি। ফলে প্রতিযোগিতা শেষ করতে পারেননি।

D2f2de20ebc76fccd57e5df558d38849 68ab1d219c00e

পুরুষদের বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান ২১.৯০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে স্বর্ণ জেতেন। মাত্র ০.১০ সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় হয়েছেন আবদুল মতালেব। এদিকে, প্যারিস অলিম্পিকে চোটে পড়ার পর জাতীয় আসরেও একই ঘটনার শিকার হওয়ায় হতাশা বাড়ল ইমরানুরকে ঘিরে।

নারী বিভাগেও আধিপত্য দেখিয়েছে সেনাবাহিনী। শরিফা খাতুন ২৫ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জেতেন। দীর্ঘদিন দেশের সেরা স্প্রিন্টার হিসেবে পরিচিত শিরিন আক্তার ২৫.১০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।

দ্রুততম মানবী খেতাব জয়ী নৌবাহিনীর সুমাইয়া দেওয়ানের ২০০ মিটারে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি তিনি। এর ফলে শিরিন আক্তারের পাশাপাশি শরিফাও সহজেই স্বর্ণ জয়ের পথ সুগম করেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup