কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই বাংলাদেশি শ্রমিক

কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তাঞ্জুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একটি কারখানার ট্রান্সফরমার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানান, সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২ জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে।

কারখানার অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই বাংলাদেশি শ্রমিক

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় চারজন বাংলাদেশি শ্রমিক সেখানে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত প্রচেষ্টায় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে, অত্যন্ত দুঃখের বিষয়, বাকি দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত হতাহত শ্রমিকদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক সম্প্রদায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post