সর্বশেষ

দূতাবাসের জরুরি বার্তা: আগামী ৬০ দিনের মধ্যে বৈধ হওয়ার নির্দেশ

দূতাবাসের জরুরি বার্তা: আগামী ৬০ দিনের মধ্যে বৈধ হওয়ার নির্দেশ

লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ৬০ দিনের মধ্যে বৈধতা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধতা না নিলে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বাংলাদেশ দূতাবাসের জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

লিবিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম ও পুনর্বাসন মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের জন্য দুই মাসের মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা নির্ধারণ করেছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত লিবিয়ার অফিসিয়াল বন্দর দিয়ে প্রবেশ করা সব বিদেশি শ্রমিককে এই প্রক্রিয়ার আওতায় আসতে হবে। বাংলাদেশি নাগরিকদের জন্যও এই নির্দেশনা প্রযোজ্য এবং সময়মতো বৈধতা অর্জন অত্যন্ত জরুরি।

May be an illustration of text

বৈধতা অর্জনের জন্য লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবশ্যই লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ ছাড়া স্থানীয় নিয়োগকর্তার সঙ্গে বৈধ কর্মচুক্তি সম্পাদন এবং লিবিয়ার জাতীয় রোগ নিয়ন্ত্রণকেন্দ্র থেকে স্বাস্থ্য সনদপত্র সংগ্রহ করতে হবে। এই প্রক্রিয়া ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

যারা নির্ধারিত ৬০ দিনের মধ্যে বৈধতা অর্জনে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এ বিষয়ে কোনো প্রকার জটিলতা বা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সময়মতো বৈধতা অর্জনের জন্য জোরালো আহ্বান জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে যেকোনো তথ্য বা সহায়তা প্রয়োজন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

এই সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সময়মতো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup