ওমানের সবচেয়ে উঁচু পতাকা খুঁটির উদ্বোধন আজ

Oman's tallest flagpole to be inaugurated tomorrow

আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ওমানের সবচেয়ে উঁচু পতাকা খুঁটি। মাস্কাটের মিনিস্ট্রিজ ডিস্ট্রিক্টের আল খুওয়াইর স্কয়ার প্রকল্পে স্থাপন করা হয়েছে এই স্তম্ভটি, যার উচ্চতা ১২৬ মিটার। এটি ওমানের সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো, যা প্রায় ৪০ তলা ভবনের সমান উঁচু।

১৩৫ টন ইস্পাত দিয়ে নির্মিত এই পতাকাদণ্ডটির বাইরের দিকের ব্যাস ২ হাজার ৮০০ মিলিমিটার এবং এর শীর্ষ বিন্দুর ব্যাস ৯০০ মিলিমিটার। এতে যে ওমানের পতাকাটি উড়বে, তার দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ৩১.৫ মিটার। নিরাপত্তার জন্য পতাকাদণ্ডটিতে বিমানের সতর্কীকরণ আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

আজ একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে নতুনভাবে গড়ে তোলা আল খুয়াইর স্কয়ারও। প্রকল্পটি ১৮ হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন বিনোদনমূলক সুবিধা থাকবে, যার মধ্যে রয়েছে সবুজ ঘাস, খেজুর গাছ, হাঁটা ও সাইকেল চালানোর জন্য নির্দিষ্ট পথ, একটি বহিরঙ্গন প্রদর্শনী এলাকা এবং স্কেটবোর্ডিংয়ের জায়গাও।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post