আহমাদুল্লাহ-আজহারির কনফারেন্সে প্রবাসীদের ঢল

Image 121866 1726565267

Probash Time Whatsapp Channel

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্সে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্বাবধানে সংউরি মসজিদ আয়োজন করেছে দ্বিতীয় বার্ষিক ইসলামিক এ কনফারেন্স।

মসজিদের সভাপতি এম জামান সজলের সভাপতিত্বে জণাকীর্ণ এই কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। সঞ্চালনা করেন সংউরি মসজিদের ইমাম মুফতী মুহাম্মাদ উমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল।

শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে প্রবাসীদেরকে বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন। এবং প্রবাসে থেকেও কিভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দেন তিনি। পরে শায়খ আহমাদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন।

ড. আযহারি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আচরণ নিয়ে আলোকপাত করে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন।

এদিকে কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশী সমবেত হন। মহিলাদের জন্য স্টেডিয়ামের গ্যালারীতে ছিল বসার বিশেষ ব্যবস্থা।

স্থানীয় সময় দুপুর তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত। কনফারেন্সে স্থানীয় মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতাকর্মী এবং ব্যবসায়ীগণ উপস্তিত ছিলেন।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city