জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে বলি দেওয়ার উদ্দেশ্যে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তিনি তার জামার নিচে ছাগলটি রেখেছিলেন।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই তরুণী অন্তঃস্বত্তার ভান করে আল-আকসার ভেতরে যাওয়ার চেষ্টা করে।
তবে পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর জামার নিচে কোনো কিছু নড়তে দেখেন। এরপর ওই তরুণীকে গ্রেফতার করা হয়। এছাড়া ছাগলটিও দমবন্ধ হয়ে মারা যায়।
העיר העתיקה בירושלים: צעירה הסתירה גדי מתחת לשמלתה ודימתה בטן הריונית, ככל הנראה בניסיון להיכנס איתו להר הבית. שוטר שמע קולות וראה תזוזות חריגות: הגדי מת מחנק, הצעירה נעצרה pic.twitter.com/Togb9Oazvk
— יואלי ברים yoeli brim (@yoeli_brim) May 22, 2024
গত কয়েক বছর ধরে উগ্রবাদী ইহুদিরা জেরজালেম শহরের পবিত্র এ স্থানে প্রাণী বলি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেটি বিবলিক্যাল সময়ে হতো।
প্রত্যেক বছর পাসওভারের আগে আল-আকসা মসজিদে পশু বলি দেওয়ার চেষ্টা চালায় উগ্রবাদী ইহুদিরা। তবে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা এই অনুমতি দেয় না।
কারণ তাদের ধারণা, আল-আকসায় পশু বলি দিতে দিলে পবিত্র এ স্থানের পবিত্রতা রক্ষার যে নীতি আছে সেটি লঙ্ঘন হবে এবং ওই অঞ্চল থেকে তাদের ওপর ব্যাপক চাপ আসবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post