সম্প্রতি, দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৪ এ বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিমের প্রথম হওয়ার একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই তথ্যটিকে সত্য বলে ধরে নিয়ে অনেকেই তাকরিমের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমনকি অভিনেত্রী রাজ রিপাও এই তথ্যটি শেয়ার করে তাকরিমের প্রতি অভিনন্দন জানান।
কিন্তু তাকরিম সম্পর্কে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়। দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৪ এখনও শুরুই হয়নি। আর তার অংশগ্রহণের কোন সুযোগও নেই।
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হিজরি বছরের প্রথম রমজান থেকে শুরু হয়ে ১২ রমজান পর্যন্ত চলে। এখানে অংশগ্রহণকারী প্রতিযোগীরা নিজেদের দেশ বা ইসলামিক সেন্টার কতৃক মনোনীত হয়ে থাকেন। আর এখন রমজান মাস আসেনি। ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। যদিও রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
অন্যদিকে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বলছে, ২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন সালেহ আহমেদ তাকরিম। তাই এ প্রতিযোগিতায় তার অংশগ্রহণের আর সুযোগ নেই।
ইসলামিক ফাউন্ডেশন দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৪ নিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা আছে, দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ১ থেকে ১৪ রমজান ১৪৪৫ হিজরি মোতাবেক ১২ থেকে ২৫ মার্চ ২০২৪। অন্যদিকে বিজ্ঞপ্তির তৃতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, যারা ইতোপূর্বে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
ফলে, ২০২৪ সালের দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা এখনো অনুষ্ঠিত হয়নি এবং সালেহ আহমেদ তাকরিম পূর্বে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তিনি আর এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটি সঠিক নয়।
২০২২ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জনকারী সালেহ আহমাদ তাকরিম। প্রতিযোগিতায় ৫টি শাখায় ১১১টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিটি শাখায় ৩ জন করে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। এরমধ্যে তাকরিম চতুর্থ শাখায় (শুদ্ধ উচ্চারণসহ ১৫ পারা কোরআন মুখস্ত) তৃতীয় হন তাকরিম। পুরস্কার হিসেবে তাকরিম পেয়েছেন এক লাখ রিয়াল বা প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post