কুয়ালালামপুর বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

কুয়ালালামপুর বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

Probash Time Whatsapp Channel

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) প্রবেশের সময় ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহারের অভিযোগে ৫১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। শুক্রবার (২১ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

কুয়ালালামপুর বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

একেপিএস বিবৃতিতে উল্লেখ করে, বিমানবন্দরের আগমন টার্মিনালে ৬৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় ৫১ জন বাংলাদেশির নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি স্থগিত করা হয় এবং তাদের আটক করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, কর্তব্যরত কর্মকর্তারা পরিদর্শনের সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে আগমন হলের আশেপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন।

কুয়ালালামপুর বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

তদন্তে জানা যায়, আটককৃতরা তাৎক্ষণিকভাবে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গড়িমসি করছিলেন। এমনকি তাদের মধ্যে কয়েকজন ইমিগ্রেশন প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই আচরণ কর্তৃপক্ষের সন্দেহ উদ্রেক করে, যার ফলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

একেপিএস নিশ্চিত করেছে যে, আটক হওয়া ৫১ জন বাংলাদেশি নাগরিক ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্তাবলী পূরণে ব্যর্থ হয়েছেন। তাদের দাখিল করা হোটেল বুকিংয়ের নথি জাল প্রমাণিত হয়েছে।

এছাড়াও, অনেকের কাছে মালয়েশিয়ায় অবস্থানের জন্য পর্যাপ্ত আর্থিক সংস্থান (রিঙ্গিত) ছিল না এবং তারা তাদের মালয়েশিয়া সফরের সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য কারণ ব্যাখ্যা করতেও ব্যর্থ হয়েছেন।

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া -  ফুলকি | Daily Fulki

সংস্থাটি জানিয়েছে, আটককৃত ৫১ জন বাংলাদেশিকে দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বিবৃতিতে একেপিএস আরও জানায়, দেশের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হবে। মালয়েশিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সংস্থাটি সর্বদা সতর্ক থাকবে এবং নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে আরও ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সাম্প্রতিক এই ঘটনাগুলো মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরদারি আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city