সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সত্য নয় এবং এটি একটি পুরনো ভিডিওবার্তার ভিন্ন প্রেক্ষাপট ব্যবহার করে প্রচার করা হয়েছে।
গবেষণায় দেখা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ‘হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামের প্রতিবেদনে যে ছবি ব্যবহৃত হয়েছিল, সেটির সঙ্গে সাম্প্রতিক গুজবের ছবির মিল রয়েছে।
উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি তখন বলেন, “ফিরে আসব কি না আমি জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকে শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন।”
এছাড়া, যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যার চিত্রের সঙ্গে সাম্প্রতিক প্রচারিত ছবির মিল রয়েছে।
সাম্প্রতিক সময়ে শামীম ওসমানের ক্ষমা প্রার্থনা কিংবা দেশে ফিরতে চাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৩ সালের একটি ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post