ঢাকার একটি আদালত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ রোববার (২৬ জানুয়ারি) বিচারক এই আদেশ দেন। মামলাটি ব্যবসায়ী নাসির উদ্দিনের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল। আদালতের নির্দেশের পর মামলাটি নতুন পর্যায়ে প্রবেশ করল, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় ঢাকার একটি আদালত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে, মামলার বাদীর পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, পরীমণি ও তার সহযোগীরা সাভারের একটি বোট ক্লাবে অ্যালকোহল সেবন, মারধর এবং হুমকির মতো কার্যকলাপ করেন।
মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদনে জানায়, পরীমণি এবং তার সহযোগী কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি বাদীকে শারীরিকভাবে আঘাত ও ভয়ভীতি দেখানোর সত্যতা পাওয়া গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমণি এবং তার সহযোগীরা প্রবেশ করেন। ক্লাবে বসে তারা অ্যালকোহল পান করেন এবং এক পর্যায়ে বাদী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।
বাদীর অভিযোগ, পরীমণি একটি দামি অ্যালকোহলের বোতল বিনামূল্যে নিতে চাপ দিলে নাসির তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরীমণি নাসিরকে গালমন্দ করেন এবং তার দিকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, যা থেকে শারীরিক আঘাতের ঘটনাও ঘটে।
ঘটনার পরপরই পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন মাহমুদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। তবে পুলিশি তদন্তে এসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
এই মামলায় আদালত পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, পরীমণির অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
