বিশ্ব ইতিহাসে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছে আওয়ামী সরকার। ক্ষমতা হারানোর পর মসজিদের ইমাম থেকে শুরু করে নেতারা পর্যন্ত পালিয়ে গেছেন। যারা পালাতে পারেননি, তারা হয় কারাগারে বন্দি, না হয় গর্তে লুকিয়ে আছেন। অথচ সরকার পতনের আগে নিজেদের ক্ষমতা নিয়ে অনেক আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। এর মধ্যে অন্যতম একজন, নারায়ণগঞ্জের “খেলা হবে” প্রভাবশালী নেতা শামীম ওসমান।
শামীম ওসমান নারায়ণগঞ্জে তার ক্ষমতার দাপটে নিজের এলাকাকে একচ্ছত্র আধিপত্যে রেখেছিলেন। তিনি প্রকাশ্যে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে গর্ব করতেন এবং নিজেকে প্রায় একনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি ধর্ম নিয়েও অনেক সময় উদ্ভট ও বর্ণনাতীত মন্তব্য করেছেন।
একসময় তিনি বলেছিলেন, “২২ বছর ধরে আমি তাহাজ্জুদ নামাজ ছাড়িনি। প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ বেশি পড়ি। দুবেলা কোরআন শরিফ তেলাওয়াত করি।” তার এই ধরনের বক্তব্য একদিকে যেমন বিতর্কিত হয়েছে, অন্যদিকে আলোচনায় এসেছে তার বিখ্যাত উক্তি, “খেলা হবে।”
সরকারি পতনের পর তার অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। নিশ্চিত কোনো তথ্য না থাকলেও জানা গেছে, তিনি বর্তমানে দেশে নেই। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে এক বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হকের তোলা একটি ছবিতে তাকে দেখা গিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তিনি ইসলামী পোশাকে—মাথায় পাগড়ি এবং পরনে জুব্বা পরে আছেন। ছবিটি কোন দেশের, তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে অবস্থান করছেন।
একসময়ের এই প্রভাবশালী নেতা এখন গোপনে দিন কাটাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তার বর্তমান অবস্থান বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও, দেশের রাজনীতিতে তার এই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটি বড় ধরনের আলোচনা তৈরি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
