সর্বশেষ

এ সরকারের আমলেও চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল

Third terminal at Shahjalal is not being ope

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তৃতীয় টার্মিনাল চালু নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের আমলে এটি চালু করা যাবে না। তিনি জানান, টার্মিনাল চালুর জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ও দরকষাকষিও করা হয়েছে। তবে এসব উদ্যোগ প্রত্যাশিত ফল বয়ে আনেনি বলে তিনি উল্লেখ করেন।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, তৃতীয় টার্মিনাল চালুর সঙ্গে সংশ্লিষ্ট যেসব পদ্ধতিগত ও প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন, সেগুলো সচল করার কাজ বর্তমানে চলমান রয়েছে। এসব প্রস্তুতি সম্পন্ন হলে পরবর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। তৎকালীন সরকার ২০২৪ সালের শেষ নাগাদ টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রতিশ্রুতি দিলেও প্রকল্প ব্যবস্থাপনায় ঘন ঘন পরিবর্তন, বিদেশ থেকে উপকরণ আনতে বিলম্ব এবং ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নির্ধারিত সময়সীমা পিছিয়ে যায়।

প্রকল্প ব্যয়ের মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার সরাসরি প্রদান করেছে এবং অবশিষ্ট অর্থ এসেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর ঋণ থেকে। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হওয়া নির্মাণকাজ শেষে টার্মিনালটি চালু হলে যাত্রী পরিবহন সক্ষমতা বছরে প্রায় ২ কোটি ৪০ লাখে পৌঁছাবে এবং কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রায় ১০ লাখ টনে, যা দেশের আকাশ পরিবহন খাতে বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup