সর্বশেষ

হাদির ঘাতকরা গ্রেফতার না হলে রেমিট্যান্স বন্ধ, হুঁশিয়ারি প্রবাসীদের

Warning to expatriates

দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) আনসান সিটিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে রেমিট্যান্স পাঠানো বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

হাদি হত্যার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ঘাতকদের শনাক্ত বা গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। প্রবল শীত উপেক্ষা করে প্রবাসী ঐক্য পরিষদের আয়োজন করা সমাবেশে শত শত বাংলাদেশি অংশ নেন। তাদের হাতে ছিল ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড এবং শহীদ ওসমান হাদির জনপ্রিয় উক্তি সম্বলিত ব্যানার।

বক্তারা বলেন, স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে প্রবাসীরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবেন। বিক্ষোভে অংশ নেওয়া একজন কোরীয় নাগরিকও হাদির হত্যার নিন্দা জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup