সর্বশেষ

এনসিপি ছাড়লেন তাসনিম জারা

Tasneem Zara leaves NCP

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলীয় এক যুগ্ম সদস্য সচিব তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদ ছাড়ার পর দলীয় গ্রুপে পাঠানো বার্তায় তাসনিম জারা লিখেছেন, গত দেড় বছরে সহকর্মীদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক বিস্তৃত বিবৃতিতে তিনি জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠার সুবাদে তিনি সবসময়ই এলাকার মানুষের সেবায় রাজনীতি করার স্বপ্ন দেখেছেন। সংসদে গিয়ে জনগণের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করতে চাইলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

তাসনিম জারা বলেন, দলীয় প্রার্থী হলে সংগঠন, কর্মী, নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এসব সুবিধা থাকে না। তিনি স্পষ্ট করে জানান, তার একমাত্র শক্তি জনগণ, এবং তাদের সমর্থন ও আস্থা নিয়েই তিনি লড়াই করতে চান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে তাকে ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে বলে জানান তিনি। এই কঠিন কাজটি মাত্র এক দিনে সম্পন্ন করতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছেন। স্বাক্ষর সংগ্রহে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার জন্য তিনি একটি ফেসবুক গ্রুপের লিংকও শেয়ার করেন।

এছাড়া নির্বাচনী তহবিলে যারা আর্থিক সহায়তা পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসনিম জারা বলেন, তার অবস্থান পরিবর্তনের কারণে কেউ চাইলে অর্থ ফেরত পাবেন। বিকাশে পাঠানো অর্থ ফেরত গ্রহণের জন্য তিনি একটি অনলাইন ফর্ম প্রকাশ করেছেন। ব্যাংকের মাধ্যমে পাঠানো দানের অর্থ ফেরতের প্রক্রিয়া পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup