সর্বশেষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

Image 231030 1760212465

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নিহত পরিবারের সদস্যদের সরকারি সহায়তা প্রদানের সিদ্ধান্তের বিষয়টি শনিবার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Sapla 2509121954

তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে স্থানীয় সরকার বিভাগ। হেফাজতে ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো সরকারি সহায়তা পেতে যাচ্ছে এসব পরিবার।”

তিনি আরও জানান, গত ১২ বছরে এসব পরিবার কোনো সরকারি সহায়তা পায়নি। হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শহীদ পরিবারের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অর্থবহ সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ।

Hefajot 20250505 004745645

এর আগে চলতি বছরের ৫ মে হেফাজতে ইসলাম নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয়সহ একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে। দলটির জনসংযোগ বিভাগ জানায়, এটি একটি খসড়া তালিকা, এবং নিহতদের পরিবারের সঠিক তথ্য যাচাইয়ের কাজ এখনো চলছে।

উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি নিয়ে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। রাত গভীর হলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সমাবেশটি ছত্রভঙ্গ করা হয়, যেখানে হেফাজতের দাবি অনুযায়ী বহু মানুষ নিহত হন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup