নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের প্রবীণ তোফের আলী বার্ধক্যে এসে মানবেতর জীবনযাপন করছেন। ১১ জন সন্তান থাকা সত্ত্বেও খাবার ও আশ্রয়ের অভাবে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃদ্ধ এই বাবার ৮ ছেলে ও ৩ মেয়ের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং বেশিরভাগ ছেলে থাকেন জেলার বাইরে। তবে কেউই তাকে আশ্রয় দিতে বা ভরণপোষণ নিশ্চিত করতে এগিয়ে আসেননি। ফলে জীর্ণশীর্ণ ঘরে একাকী জীবন কাটাতে হচ্ছে তাকে।
তোফের আলী জানান, এক সময় ভিক্ষাবৃত্তির মাধ্যমে দু’মুঠো ভাত জোগাড় করতেন। কিন্তু বয়সের ভারে এখন আর হাঁটা-চলা করতে পারেন না, ফলে প্রায় দিনই না খেয়ে থাকতে হয়। বাধ্য হয়ে সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি। তার দাবি, ছেলে আইনাল হকের ঘরে একাধিক রুম থাকা সত্ত্বেও তাকে থাকার জায়গা দেওয়া হয়নি।
অন্যদিকে, ছেলে আইনাল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সংসারেই অভাব-অনটন চলছে। তিনি দাবি করেন, তাদের বাড়ির তিনটি রুমের একটি গবাদি পশুর জন্য, একটি তার নিজের এবং অন্যটিতে আত্মীয়স্বজনরা থাকেন। তাই বাবাকে আলাদা জায়গা দেওয়ার সুযোগ নেই। খাবার যোগাতেও তাদের কষ্ট হয় বলে জানান তিনি।
আরও
প্রতিবেশীরা জানান, তোফের আলীর অসহায় অবস্থা অত্যন্ত কষ্টদায়ক। তারা মনে করেন, সমাজের স্বহৃদয়বান মানুষরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে এই বৃদ্ধ তার জীবনের শেষ সময়ে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন। এজন্য তারা মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।











