আগামী ৪৮ ঘণ্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ!

The next 48 hours are very important for the country.

আগামী ৪৮ ঘণ্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় যেকোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গতকাল বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে চার ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।

তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম গতকাল সন্ধ্যার পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসিকে তিনি জানিয়েছেন, ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বিএনপি ও এনসিপি পাল্টাপাল্টি ছয় উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।

বিএনপি খলিলুর রহমান, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছে। অন্যদিকে এনসিপি ড. আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. সালেহউদ্দিনের পদত্যাগ চেয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবিলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post