মক্কার পবিত্র মসজিদুল হারামে নিয়ম ভেঙে ভিডিও কন্টেন্ট তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হজ ও ওমরাহ্ নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা বাহিনী জানায়, ওই ব্যক্তি একটি “ভিজ্যুয়াল কন্টেন্ট”-এ ধরা পড়েন, যেখানে তাকে মসজিদের নিয়ম ও পবিত্রতা লঙ্ঘন করতে দেখা যায়। ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসামাত্র তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং লোকটিকে শনাক্ত করে আটক করে।
সৌদি আরবের আইন অনুযায়ী, মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে ইবাদতের পরিবেশ নষ্ট করে এমন যেকোনো ধরনের ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে টিকটক ভিডিও বানানো বা এই জাতীয় কোনো কন্টেন্ট তৈরি করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কাজ ইবাদতের মনোযোগ নষ্ট করে এবং মসজিদের পবিত্রতার পরিপন্থী।
আরও
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হজ ও ওমরাহ্ কর্তৃপক্ষ আবারও সমস্ত দর্শনার্থীদের সতর্ক করে দিয়েছে যে, তারা যেন পবিত্র স্থানগুলোর নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন।










