সর্বশেষ

অস্কারে যাচ্ছে সৌদি আরবের ‘হিজরা’

Hijra

সৌদি নারী নির্মাতা শাহাদ আমিনের নতুন চলচ্চিত্র ‘হিজরা’ এ বছরের অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সৌদি আরবের পক্ষ থেকে মনোনীত হয়েছে। মরুভূমির প্রেক্ষাপটে নির্মিত এই রোড মুভিটি সৌদি নারীদের তিন প্রজন্মের মধ্যে সম্পর্ক, বিশ্বাস ও আত্ম-অন্বেষণের গল্প ফুটিয়ে তোলে।

এটি শাহাদ আমিনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০২০ সালে তার নারীবাদী রূপকধর্মী চলচ্চিত্র ‘স্কেলস’ সৌদির হয়ে অস্কারে প্রতিযোগিতা করেছিল। ‘হিজরা’ শুটিং হয়েছে জেদ্দা, মদিনা, আলউলা ও নিয়োমসহ সৌদি আরবের বিস্তৃত মরুভূমি এলাকায়। ছবিটি প্রথম প্রদর্শিত হয় সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘স্পটলাইট’ বিভাগে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

ছবির মূল কাহিনি ঘিরে আছে ১২ বছর বয়সী কিশোরী জান্না, যে তার কঠোর দাদি সিত্তি ও ১৮ বছরের বিদ্রোহী বোন সারাহকে নিয়ে পবিত্র মক্কায় হজ পালন করতে রওনা হয়। পথে সারাহ হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় জান্না ও সিত্তির উদ্বেগভরা অনুসন্ধান শুরু হয়, যা আত্ম-আবিষ্কারের যাত্রায় পরিণত হয়।

ছবিতে সম্পূর্ণ সৌদি অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দেখা যাবে। দাদির চরিত্রে অভিনয় করেছেন খাইরিয়া নাসমি, জান্নার ভূমিকায় নবাগত লামার ফাদান, এবং বিশেষ উপস্থিতি দিয়েছেন বারা আলেম। নির্মাতা শাহাদ আমিন জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো দেশের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয় এবং ‘হিজরা’ ছিল তার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট।

সৌদি আরবে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে সিনওয়েভস, আরব বিশ্বের অন্যান্য দেশে পরিবেশন করবে ফিল্ম ক্লিনিক ইন্ডি ডিস্ট্রিবিউশন, এবং আন্তর্জাতিক বিক্রির দায়িত্বে আছে ইরাকি ইন্ডিপেনডেন্ট ফিল্ম সেন্টার। অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকা আগামী ১৬ ডিসেম্বর ঘোষণা করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup